বাচ্চারা কি গিনিপিগ নাকি?
বাংলাদেশে ক্যাম্পাস ভিত্তিক ছাত্র রাজনীতি – আদৌ কি বন্ধ করা সম্ভব?
বিরোধী শক্তির সামনে খোলা তিনটি পথ
চীন-ভারত রেষারেষি বাড়ছে, সতর্ক দৃষ্টি রাখুন বাংলাদেশে
বিভাজনের রাজনীতি
শ্রেণীবৈষম্যের অপসংস্কৃতি এবং আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গি
Bizarre Health system and people’s woes
দ্য আর্ট অফ কন্সপায়রেসি থিউরি
প্রধানমন্ত্রীর কার্যালয়ে কোন রাক্ষসের বাস?
Lockdown increases so do the rate of child marriage
করোনায়ও যদি এভাবে ডাক্তারদের হত্যা করি, তাহলে আমাদের চিকিৎসা দিবে কে?

যোগ দিন

মুক্তিফোরামের সংক্ষিপ্ত পরিচয়

মুক্তিফোরাম একটি মুক্ত, বহুত্ববাদী এবং জনপন্থী সমাজ নির্মাণের লক্ষ্যে গড়ে ওঠা একটি সংগঠিত গণমঞ্চ। এর লক্ষ্য হলো নতুন ধরণের রাজনৈতিক ও সামাজিক চর্চা নির্মাণ। নোংরা হিসেবে রাজনীতির যে রূপকল্প এদেশের মানুষের কাছে নির্মাণ করা হয়েছে, সেটিকে চ্যালেঞ্জ করতে চায় মুক্তিফোরাম। আবার একক আদর্শ বা পরিচয়ের রাজনীতি দিয়ে জনগণের সংহতি ও বৈচিত্রকে হুমকির মুখে ফেলা হয়েছে তার একটি এন্টিডোট হয়ে ওঠাও মুক্তিফোরামের প্রকল্প। অতএব মুক্তিফোরামের মুল কাজ হলো যে কোন উপায়ে নতুনধারার রাজনীতি নির্মান যেটি একটি মুক্ত ও বৈচিত্র্যময় সমাজ গঠন করতে পারবে। 

মুক্তিফোরামকে একটি রাজনৈতিক দল বললে ভূল বলা হবে, আবার একটি সাংস্কৃতিক সংঘ হিসেবে কল্পনা করলেও সেটা সঠিক হবেনা। মুক্তিফোরামের অবস্থান হবে একটি সংগঠনের সংগঠন–অর্থাৎ গ্রুপ অব অর্গানাইজেশন্সের মতন। এর মাঝে ভোটের রাজনীতিতে অংশ নেবার মতন নেতৃত্ব যেমন তৈরি করা হবে, এবং প্রয়োজনে সশরীরে ভোটের রাজনীতিতে প্রবেশ করে হবে, তেমনি সমগ্র ভোটের রাজনীতি থেকে দূরে থেকে বুদ্ধিবৃত্তিক চর্চা, রাষ্ট্রচিন্তা, গান, কবিতা, নাটক, ছবির চর্চাও চলবে। 

উদ্দেশ্য বিবৃতি (মিশন স্টেটমেন্ট)

বর্তমান রাষ্ট্রের পরিবারতান্ত্রিক, অনুদার, শোষণ ও সহিংসতানির্ভর রাজনৈতিক সংস্কৃতি ও চর্চাকে ভেঙ্গে একটি বিকল্প রাজনৈতিক সংস্কৃতি ও চর্চার নজির স্থাপন করা যেটি কিনা সকল আদর্শ, দল, মত, ধর্ম ও পরিচয়ের মানুষের অংশগ্রহণে একটি মুক্তিবাদী, বহুত্ববাদী ও জনপন্থী সমাজ এবং রাষ্ট্র নির্মানে কাজ করবে।

লক্ষ্য বিবৃতি (ভিশন স্টেটমেন্ট)

ভোটের রাজনীতি এবং তার বাইরের রাজনীতিতে সবল অংশগ্রহণের মাধ্যমে এদেশের মৌলিক রাষ্ট্রনৈতিক কাঠামো এবং সামগ্রিক সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক চর্চাকে পরিবর্তন করে একটি মুক্তিবাদী, বহুত্ববাদী ও জনপন্থী সমাজ এবং রাষ্ট্র গঠন।

আরও পড়ুনঃ Muktiforum Draft Proposal and Constitution

আপনার পাঠানো ত্রিশ বা পঞ্চাশ টাকাও আমাদের এগিয়ে যাবার অনুপ্রেরণা হবে